(Source: ECI/ABP News/ABP Majha)
Lok Sabha Election 2024: বনগাঁ কেন্দ্রের স্বরূপনগরে তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির
ABP Ananda LIVE: তৃণমূলের(tmc) বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির(BJP)। বনগাঁ (Bangaon)কেন্দ্রের স্বরূপনগরে বিজেপির উপর হামলা। ৪ বিজেপি কর্মীকে বেধড়ক মার, ফাটল মাথা। আরও খবর, বনগাঁর (Bongaon) গয়েশপুরে (Gayeshpur) বিজেপি নেতাকে (BJP Leader) রাস্তায় ফেলে মার। আহত ১ বিজেপি কর্মী। বুথে যেতে ভোটারদের বাধা, প্রতিবাদ করায় হামলা, অভিযোগ বিজেপির। রিপোর্ট চাইল কমিশন (Election Commission)। ব্যারাকপুরে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ। বুথের কাছে অর্জুনকে (Arjun Singh) দেখে গো ব্যাক স্লোগান তৃণমূলের। এলাকায় উত্তেজনা। তারকেশ্বরে (Tarakeswar) বুথ জ্যামের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তাড়া করলেন বিজেপি কর্মীরা। পাল্টা অভিযোগ তৃণমূলেরও। গয়েশপুরে চাঞ্চল্যকর অভিযোগ বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের। 'যাঁরা ছাপ্পা ভোট দিচ্ছে পুলিশ সাইরেন বাজিয়ে তাঁদের সতর্ক করে দিচ্ছে',বিজেপির এজেন্টকেও ভয় দেখানো হচ্ছে, অভিযো শান্তনু ঠাকুরের। গয়েশপুরেই সকালে আক্রান্ত হন বিজেপি নেতা। রাস্তায় ফেলে মারধর করা হয় শহর মণ্ডল সাধারণ সম্পাদক সুবীর বিশ্বাসকে।