Lok Sabha Election 2024:পুরুলিয়ার BJP প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতোর সমর্থনে রোড শো করলেন সুকান্ত
ABP Ananda LIVE: পুরুলিয়ার বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতোর সমর্থনে রোড শো করলেন সুকান্ত মজুমদার। আরও খবর, 'নন্দীগ্রামে(Bnandigram) মিথ্যা বলে ভোট পেয়েছেন মমতা'(mamata Banerjee)। 'সিএএ(CAA)-এনআরসি (NRC)নিয়ে মিথ্যা বলে ভোট পেয়েছেন মমতা'। 'বিজেপি শাসিত রাজ্যগুলিতে ধর্মাচরণে বাধা দেওয়া হয় না'। 'বিজেপি শাসিত রাজ্যগুলিতে ধর্মের ভিত্তিতে কোনও সিদ্ধান্ত নেওয়া হয় না'। 'মিথ্যা বলে রাজ্যে ক্ষমতায় রয়েছে তৃণমূল সরকার'। 'চুরির লাইসেন্স পেয়ে গেছে তৃণমূল'। 'মোদি রামরাজ্য করতে চান, রামরাজ্য মানে মাথার ওপর ছাদ'। 'বাংলাকে ৪০ লক্ষ বাড়ির টাকা দিয়েছিল মোদি সরকার'। 'এখানে শেখ সুফিয়ানদের বড় বাড়ি, আর সাধারণ মানুষের বাড়ি নেই'। 'কেন্দ্রের টাকায় রেশন দিচ্ছে তৃণমূল সরকার'। 'বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারে ৩ হাজার টাকা'। আনিস খান থেকে বগটুই হত্যাকাণ্ড, তৃণমূলকে নিশানা শুভেন্দুর। 'নৌশাদকে ৪০দিন ধরে কে জেলে রাখল? তৃণমূল না মোদি সরকার?' ভোটের জন্য সংখ্যালঘুদের ব্যবহার করেন মমতা: শুভেন্দু(Suvendu Adhikari)।