CPM News: সিপিএমের সভাস্থলের সামনেই তৃণমূলের মাইক, উত্তপ্ত গাঙ্গুলিবাগান
সিপিএমের সভাস্থলের সামনেই তৃণমূলের মাইক, উত্তপ্ত গাঙ্গুলিবাগান। গাঙ্গুলিবাগান মোড়ে সিপিএমের সভায় বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। নির্বাচন কমিশন থেকে সভা করার অনুমতি আগে দিয়েছে, দাবি তৃণমূল কংগ্রেসের।
কলকাতায় চিকিৎসা করাতে এসে বাংলাদেশের সাংসদ খুন । ১২ মে ভারতে আসেন বাংলাদেশের সাংসদ আনোয়ার-উল-আজিম। ৯ দিন ধরে নিখোঁজ ছিলেন ঝিনাইদহের সাংসদ আনোয়ার-উল-আজিম। নিউটাউনের ফ্ল্যাটে রক্তের দাগ, এখনও খোঁজ নেই সাংসদের দেহের। নিউটাউনের অভিজাত আবাসনে খুন বাংলাদেশের সাংসদ। নিউটাউনে আবাসনে খুন, বাংলাদেশ থেকে ৩জন পাকড়াও। পরিকল্পনা করে সাংসদকে খুন, দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর । খুনের কথা স্বীকার করেছে ধৃতরা : বাংলাদেশ পুলিশ সূত্রের। 'বাংলাদেশের সাংসদ ব্যক্তিগত কাজে এসেছিলেন। খোঁজ না মেলায় থানায় ডায়েরি করেছিলেন সাংসদের পরিচিত। এখনও দেহের খোঁজ মেলেনি: সিআইডি। কেন কলকাতায় খুন বাংলাদেশের সাংসদ? এখনও রহস্য।