Lok Sabha Election 2024: ভোটের ৩ দিন আগে হিরণের সেক্রেটারির বাড়িতে পুলিশ, কী বললেন দেব ?
শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) পর হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee)। ভোটের ৩ দিন আগে এবার ঘাটালের বিজেপি প্রার্থীর আপ্ত সহায়ক তমোঘ্ন দে-সহ ২ বিজেপি নেতার বাড়িতে পুলিশি হানা। গতকাল রাত আড়াইটে নাগাদ খড়গপুরের তালবাগিচায় তমোঘ্নর বাড়িতে হাজির হয় ঘাটাল ও খড়গপুর লোকাল থানার পুলিশ। এর পাশাপাশি মেদিনীপুর শহরে বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সম্পাদক সৌমেন মিশ্র এবং ঘাটাল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তন্ময় ঘোষের বাড়িতেও পুলিশ গভীর রাতে হানা দেয়। কী কারণে অভিযান, তা নিয়ে মুখ খোলেনি পুলিশ। যদিও হিরণ চট্টোপাধ্যায়ের ফেসবুক লাইভে ঘাটাল থানার OC শঙ্খ চট্টোপাধ্যায় দাবি করেন, প্রতারণার অভিযোগের তদন্ত করতেই এই অভিযান। পুলিশের সঙ্গে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের তুমুল বাদানুবাদ হয়। লোকসভা ভোট ২০২৪






















