Lok Sabha Vote:হুমায়ুনের বিতর্কিত মন্তব্যে কমিশনে অভিযোগ জমা দেন বিজেপি, শোকজ করা হয় তৃণমূল বিধায়ককে
ABP Ananda LIVE: হুমায়ুন কবীরের (Humayun Kabir)শোকজের উত্তরে খুশি নয় নির্বাচন কমিশন(election commission)। এই ধরণের মন্তব্য থেকে বিরত থাকতে বলার পাশাপাশি খড়গপুরের তৃণমূল বিধায়ককে তীব্র ভৎর্সনা করলেন নির্বাচন কমিশন। হুমায়ুনের বিতর্কিত মন্তব্য দিয়ে কমিশনে অভিযোগ জমা দেন বিজেপি(BJP)। তার জেরে তৃণমূল বিধায়ককে শোকজ করা হয়। জবাবে হুমায়ুন কবীর জানায় তাঁর বক্তব্যকে আলাদাভাবে নিয়ে এমনভাবে দেখানো হয়েছে যেন হুমকি দেওয়া হয়েছে কিন্তু তিনি হুমকি দেননি। তবে সেই উত্তরে খুশি না হরয়ে হুমায়ুন কবীরকে তীব্র ভৎর্সনা করে নির্বাচন কমিশন। আরও খবর, : ভোটের আগে উত্তপ্ত ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের আমডাঙা। বেরাবেরি গ্রাম পঞ্চায়েতের হরপাড়া গ্রামে বিজেপি নেতা আবু হেনার বাড়ি লক্ষ্য করে গতকাল রাতে দুষ্কৃতীরা বোমা ছোড়ে। ভেঙে যায় জানলার কাচ। রাতেই ঘটনাস্থলে যায় আমডাঙা থানার পুলিশ। এক্স হ্যান্ডলে বোমাবাজির জন্য তৃণমূলকে নিশানা করেছেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।