Lok Sabha Election 2024: এবার পশ্চিম মেদিনীপুরের এসপিকেও সরাল কমিশন। ABP Ananda Live
ABP Ananda Live: পুরুলিয়ার পরে এবার পশ্চিম মেদিনীপুরের এসপিকে সরাল কমিশন (Election Commission)। ভোটের ৫দিন আগে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার বদল । পশ্চিম মেদিনীপুরের এসপি ধৃতিমান সরকারকে সরিয়ে দিল কমিশন । ভোটের কোনও কাজে থাকতে পারবেন না ধৃতিমান সরকার, নির্দেশ কমিশনের। পুরুলিয়ার নতুন পুলিশ সুপার হলেন আশিস মৌর্য। কাঁথির নতুন এসডিপিও হলেন আজহারউদ্দিন খান।'গতকাল ৩৫ লক্ষ টাকা-সহ বিজেপি নেতাকে ধরেছিল জেলা পুলিশ'। 'আজ সেই জেলারই পুলিশ সুপারকে সরিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন'। 'এটাই মোদির গ্যারান্টি, ধর্ষক আর দুর্নীতিগ্রস্তদের মুক্তাঞ্চল'। পঃ মেদিনীপুরের এসপি বদল নিয়ে আক্রমণে অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, ধনেখালিতে 'চোর-ডাকাত' তরজা। মাঝে কেন্দ্রীয় বাহিনী, মুখোমুখি হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় ও ধনেখালির তৃণমূল বিধায়ক অসীমা পাত্র। হুগলির বিজেপি প্রার্থীকে দেখে চোর চোর, গো ব্যাক স্লোগান দেন তৃণমূল কর্মীরা। আসল জায়গায় পা দিয়েছি, তাই রাগ, অসীমা চোর, কটাক্ষ করেন লকেট। লকেটকে ডাকাত বলে পাল্টা আক্রমণ করেন ধনেখালির তৃণমূল বিধায়ক।