Malda News: ভোটের সময় বিজেপি ও কংগ্রেসের হয়ে কাজ করেছে তৃণমূলের একাংশ, মালদায় চাঞ্চল্য়কর দাবি
ভোটের সময় তৃণমূলে থেকেও বিজেপি এবং কংগ্রেসের হয়ে কাজ করেছে তৃণমূলের একাংশ। চাঞ্চল্য়কর দাবি করলেন মালদা জেলা পরিষদের তৃণমূল সদস্য। এই নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি এবং কংগ্রেস।
কথায় বলে, ঘরের শত্রু বিভীষণ ! রাজ্যের শাসক দলের অন্দরে কি নিঃশ্বাস ফেলছে সেই বিভীষণেরা ? ভোটের ফল ঘোষণার মাত্র ৪৮ ঘণ্টা আগে, মালদায় তেমনই অন্তর্ঘাতের আশঙ্কা প্রকাশ করলেন তৃণমূলের জেলা পরিষদ সদস্য ! তাঁর চাঞ্চল্যকর দাবি, তৃণমূলে থেকেও ভোটের সময় বিজেপি ও কংগ্রেসের হয়ে কাজ করেছে দলেরই লোকজন।
২০১৯-এর লোকসভা ভোটে মালদা উত্তর আসনে জয়ী হয় বিজেপি। তৃণমূলের মৌসম বেনজির নুরকে ৮৪ হাজারেরও বেশি ভোটে পরাজিত করেন খগেন মুর্মু। '২১-এর বিধানসভা ভোটে মালদায় ভাল ফল করে তৃণমূল। মালদা উত্তর লোকসভা কেন্দ্রের চাঁচল, হরিশচন্দ্রপুর, মালতিপুর, রতুয়া যায় তৃণমূলের দখলে। বাকি তিনটি আসনে জয়লাভ করে বিজেপি।