June Malia: জীবন সুরক্ষায় ঢেলেছেন মোটা অঙ্কের টাকা, কত সম্পত্তির মালিক জুন মালিয়া ?
জীবন সুরক্ষায় ঢেলেছেন মোটা অঙ্কের টাকা। সঞ্চয় আছে ব্যাঙ্কে, লগ্নি আছে শেয়ারস মিউচুয়াল ফান্ডে। আজকের আয়-ব্যয়ে মেদিনীপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী জুন মালিয়ার বিষয়-আশয়।
নির্বাচনী উত্তেজনার পারদ যত চড়ে, ততই যেন বয়ে যায় কু-কথার স্রোত। সঙ্গে যোগ হয় হুমকি, হুঁশিয়ারি। কিন্তু ভোটবাজারে সেই গড্ডলিকা প্রবাহে ভেসে যাননি তাঁরা। একে অপরকে সম্মান জানিয়ে লড়াইয়ের ময়দানে নেমেছেন দুই পুরনো বন্ধু। বিজেপির প্রার্থী অগ্নিমিত্রা পাল, আর তৃণমূলের জুন মালিয়া। গত ৬ মে মনোনয়নপত্র জমা দিয়েছেন তৃণমূল প্রার্থীা। মনোনয়নের সঙ্গে নির্বাচন কমিশনের কাছে হলফনামা আকারে দিয়েছেন নিজের সম্পত্তির হিসেব। হলফনামা অনুযায়ী, ২২-২৩ আর্থিক বছরে জুন আয় করেছেন ১৩ লক্ষ ২৩ হাজার ৩৫০ টাকা।
জুনের স্বামী সৌরভ আয় করেছেন, ২৫ লক্ষ ৯৯ হাজার ১৭০ টাকা।






















