Mamata Banerjee: 'আমাদের ১০০ দিনের টাকা কেন্দ্রীয় সরকার দেয় না', বললেন মমতা | ABP Ananda LIVE
Lok Sabha Election: 'কোন সাহসে লক্ষ্মীর ভাণ্ডার (Lakhir Bhander) বন্ধ করার কথা বলে'। ' ইচ্ছে করে যারা এসব কথা বলছে, তাদের জিভ ধরে টেনে এনে মানুষের সামনে দাঁড় করাই'। ' কিন্তু এরকম কথা আমি বলব না, আমি মনে করি আমাদের ভাষা সংযত হওয়া উচিত'। ' আমাদের ১০০ দিনের টাকা কেন্দ্রীয় সরকার (Central government) দেয় না'। 'বাড়ির টাকা দেয়নি, বলছে দুর্নীতি হয়েছে, আমি বলেছি প্রমাণ দাও'। ' নির্বাচনের পর ১১ লক্ষ বাড়ির টাকা আমরাই দেব'। 'সিবিআই(CBI), এনআইএ (NIA)সব বিজেপির সঙ্গে ঘুরে বেড়াচ্ছে'।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।






















