Lok Sabha Election 2024: 'মমতার বদলা নেওয়ার আহ্বানেই নন্দীগ্রামে খুন', আক্রমণে স্মৃতি ইরানি। ABP Ananda Live
মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বদলা নেওয়ার আহ্বানেই নন্দীগ্রামে বিজেপি কর্মী খুন, আক্রমণে স্মৃতি ইরানি (Smriti Irani)।
নন্দীগ্রামে (Nandigram) বিজেপি সমর্থক খুনে (Nandigram BJP Supporter Murder Case) তৃণমূলকে নিশানা শুভেন্দুর। 'গতকাল ভাইপোর উস্কানিরই প্রত্যক্ষ পরিণাম এই রক্তপাত। পরাজয় নিশ্চিত বুঝে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তৃণমূল। বিজেপি এর শেষ দেখে ছাড়বে, আইনি পদ্ধতিতে প্রতিশোধ নেওয়া হবে। গণতান্ত্রিক পদ্ধতিতে জবাব দেওয়া হবে', এক্স হ্যান্ডলে পোস্ট রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari ) ।
২৫ মে তমলুক লোকসভা কেন্দ্রে ভোট (Lok Sabha Election 2026)। তার ঠিক ৩ দিন আগে নন্দীগ্রামে মহিলা বিজেপি সমর্থক খুন (Nandigram BJP Supporter Murder Case)। মৃতের নাম রথীবালা আড়ি।বিজেপি সমর্থকের ছেলে-সহ ৭ জন ধারাল অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। মৃতের ছেলেকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বিজেপির দাবি, গতকাল রাতে সোনাচূড়ার মনসাবাজার এলাকায় তাদের কর্মী, সমর্থকরা বুথ পাহারা দিচ্ছিলেন। অভিযোগ, সেইসময় ধারাল অস্ত্র নিয়ে তাঁদের ওপর ঝাঁপিয়ে পড়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।