PM Modi: 'এবার কি বিচারপতিদের পিছনেও নিজেদের গুন্ডাদের ছেড়ে দেবেন?', TMC-কে তোপ মোদির। ABP Ananda Live
OBC সার্টিফিকেট (OBC Certificate Case) বাতিল নিয়ে বিচারব্যবস্থার একাংশকে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের (Mamata Banerjee) আক্রমণ নিয়ে এবার সুর চড়ালেন প্রধানমন্ত্রী (PM Modi)। বললেন, তৃণমূলের কাছে প্রশ্ন করতে চাই, এবার কি বিচারপতিদের পিছনেও নিজেদের গুন্ডাদের ছেড়ে দেবেন? তিনি আরও বলেন, OBC-দের ধোঁকা দিয়েছে তৃণমূল। পাল্টা জবাব দিয়েছেন তৃণমূলনেত্রী।
লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) আবহে, OBC-সংরক্ষণ নিয়ে রাজনীতির হাওয়া জোরাল হয়েছে। ২২ মে কলকাতা হাইকোর্টের রায়ে বাতিল হয়ে গেছে তৃণমূল জমানার সমস্ত OBC সার্টিফিকেট। এই রায়ের পরই বিচারব্যবস্থার একাংশকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার, এই মন্তব্যেরই পাল্টা সুর চড়ান প্রধানমন্ত্রী। তিনি বলেন, 'কোর্টের এই সিদ্ধান্তের পর এই তৃণমূলের মুখ্যমন্ত্রী কী কী বলছেন! ওনার মনোভাব কী? আমি তো হয়রান। এখানকার বিচারপতিদের আচরণ নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। আমাদের বিচারব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। আমি তৃণমূলের কাছে প্রশ্ন করতে চাই, এবার কি বিচারপতিদের পিছনেও নিজেদের গুন্ডাদের ছেড়ে দেবেন? গোটা দেশ দেখছে, যে কীভাবে তৃণমূল বাংলায় বিচারব্যবস্থার কণ্ঠরোধ করছে।'






















