PM Modi: 'দেশ জুড়ে যত কিছু খারাপ, তার প্রতীক I.N.D.I.A জোট', আক্রমণে প্রধানমন্ত্রী
'দেশ জুড়ে যত কিছু খারাপ, তার প্রতীক I.N.D.I.A জোট।' পরিবারতন্ত্র, তুষ্টিকরণের রাজনীতির অভিযোগে আক্রমণে প্রধানমন্ত্রী।
পঞ্চম দফার আগে রাজ্যে ভোটপ্রচারে এসে দুর্নীতির বিরুদ্ধে অ্যাকশনের হুঁশিয়ারি দিয়েছিলেন প্রধানমন্ত্রী। বেঁধে দিয়েছিলেন অ্যাকশন শুরুর ডেডলাইন। পাশাপাশি, শিক্ষা দুর্নীতি নিয়ে ফের তৃণমূল সরকারের বিরুদ্ধে শানান আক্রমণ। তিনি বলেন, "মোদি আজ আরও একটা গ্যারান্টি দিচ্ছে ৪ জুনের পর নতুন সরকার তৈরি হলেই এইসব দুর্নীতিবাজদের জীবন জেলে কাটবে। ৪ জুনের পরে দুর্নীতিবাজদের উপর অ্যাকশন আরও তীব্র হবে।"
এর আগের দফায় প্রচারে এসে, ED-র বাজেয়াপ্ত করা প্রায় ৩ হাজার কোটি টাকা রাজ্যের গরিব মানুষদের ফেরানোর ইঙ্গিত দিয়েছিলেন প্রধানমন্ত্রী। কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়কে ফোন করে সেকথা প্রচারে তুলে ধরারও নির্দেশ দেন।






















