Lok Sabha Election 2024: সলপে শ্রীরামপুরের সিপিএম প্রার্থী দীপ্সিতাকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের
ABP Ananda LIVE: সলপে বাম(CPM) এজেন্টকে বুথ থেকে মেরে বের করে দেওয়ার অভিযোগ। ঘটনাস্থলে পৌঁছতেই দীপ্সিতাকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের(TMC)। শ্রীরামপুরের (serampore)সিপিএম প্রার্থীকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের। আরও খবর,উলুবেড়িয়ায় কংগ্রেস প্রার্থীকে ঘিরে বিক্ষোভ । পুলিশের সামনেই বুথের বাইরে তৃণমূল কর্মীদের সঙ্গে হাতাহাতি কংগ্রেস প্রার্থীর। উলুবেড়িয়ার কংগ্রেস প্রার্থী আজহার মল্লিকের সঙ্গে হাতাহাতি।
কংগ্রেস প্রার্থীর অভিযোগ, বুথ থেকে বার করে দেওয়া হচ্ছে তাঁর এজেন্টকে। বুথে গেলে কংগ্রেস প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মীরা। কংগ্রেস প্রার্থীর সঙ্গে হাতাহাতি বেধে যায়। নিজেকে বাঁচাতে বুথের মধ্যে আশ্রয় নেন কংগ্রেস প্রার্থী।ভোটের দিন ঝড়ে (Storm) ভেঙে গিয়েছে বিদ্যুতের খুঁটি (Electric Pole)। মোমবাতির আলোয় (Candle Light) ভোট হচ্ছে বনগাঁ লোকসভার (Bongaon Loksabha) বাগদা হাইস্কুলের ২৭১ ও ২৭৩ নম্বর বুথে। আলোর অভাবে খোলা রয়েছে EVM-এর পিছনের জানলা। বনগাঁর তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসের দাবি, ঝড়ে বিভিন্ন জায়গায় বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় এই সমস্যা।