Suvendu Adhikari: মমতার 'গদ্দার' তোপের পাল্টা শুভেন্দুর নন্দীগ্রাম হারের খোঁচা। ABP Ananda Live
হলদিয়ার প্রচারে এসে মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee) আক্রমণ শানিয়েছিলেন শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari)। ফের গদ্দার বলে আক্রমণ শানিয়েছিলেন। পাল্টা মমতাকে নন্দীগ্রামের হার নিয়ে খোঁচা শুভেন্দুর। নন্দীগ্রামের আন্দোলনের সময় ওই এলাকায় মমতা বন্দ্য়োপাধ্যায় যাননি, যাবতীয় আন্দোলন এবং সবক্ষেত্রেই তিনি এবং শিশিরবাবু ছিলেন--জানালেন শুভেন্দু অধিকারী।
২০০৬ সালে নন্দীগ্রাম আন্দোলন নিয়ে বৃহস্পতিবার মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের 'নতুন তত্ত্ব' নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক। এতদিন যে ঘটনার জন্য সিপিএমকে দায়ী করতেন। নন্দীগ্রামে গণহত্য়ার জন্য় বৃহস্পতিবার সরাসরি শুভেনদু অধিকারী এবং শিশির অধিকারীকে দায়ী করেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। যা পর থেকেই তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানউতোর। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণের জবাব দিলেন শুভেন্দু অধিকারী।






















