Lok Sabha Election 2024: হিরণের প্রচার ঘিরে উত্তপ্ত সবং, তৃণমূল-বিজেপি হাতাহাতি
হিরণের প্রচার ঘিরে উত্তপ্ত সবং। সবংয়ে তৃণমূল-বিজেপি হাতাহাতি। পায়ের তলায় মাটি সরে যাওয়ার ভয়ে হামলা, দাবি বিজেপির। হিরণের বিরুদ্ধে বাইকবাহিনী এনে পাল্টা হামলার অভিযোগ তৃণমূলের।
ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের শেয়ার করা ভাইরাল অডিও ক্লিপ ঘিরে যখন ভোটের আগে তোলপাড় রাজ্য রাজনীতি, তখন ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গেল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলায়। 'ঘাটালের হিরোকে জিরো করব।' দেবকে আক্রমণে শুভেন্দু অধিকারীর। কী হবে ২৩ তারিখ সকাল ৯টায় ? শুভেন্দু অধিকারীর মন্তব্যে জল্পনা। পাঁচকুড়ির সভা মঞ্চে শুভেন্দু অধিকারী বলেন, 'আর ঘাটালের যে হিরো তাকে জিরো করব হিরণকে দিয়ে। ২৩ তারিখ সকালবেলা এমন জিনিস আমি ছাড়ব ঘাটালের প্রার্থীর সম্পর্কে আর ঘর থেকে ওই দিন বেরোবে না। ২৩ তারিখ সকালবেলা।ফলো করবেন। ৯টার সময় এক্স হ্যান্ডেল। সোশাল মিডিয়া।'

ট্রেন্ডিং
সেরা শিরোনাম
