Lok Sabha Vote: হাওড়ার শ্যামপুরে বিজেপির বুথ সভাপতির পরিবারের ওপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
ABP Ananda LIVE: ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত হাওড়ার (howrah)শ্যামপুর। বিজেপির(bjp_) বুথ সভাপতির পরিবারের ওপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। গতকাল নির্বাচনের পর বুথ সভাপতি বিবেকানন্দ পোল্যেকে বারবার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। এরপরই আজ সকালে বুথ সভাপতির বাড়িতে হামলা হয় বলে অভিযোগ। বুথ সভাপতির বাড়িতে ভাঙচুর চালানো হয় বলেও অভিযোগ। হামলার ঘটনায় আহত এক শিশু সহ ৫। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় শ্যামপুর থানার পুলিশ। অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দাবি পারিবারিক বিবাদে রাজনীতির রং লাগানো হচ্ছে। আরও খবর, রাজভবনে (Raj Bhavan)শ্লীলতাহানির অভিযোগ, ওএসডি-সহ রাজভবনের ৩ কর্মীর আগাম জামিন। ৫০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করল ব্যাঙ্কশাল আদালত। আজ রাজ্যপালের ওএসডি-সহ রাজভবনের ৩ কর্মীকে তলব করেছিল লালবাজার । গত রবিবারও তলব সত্ত্বে লালবাজারে আসেননি রাজভবনের এই ৩ কর্মী