TMC News: সুদীপের প্রচার পুস্তিকায় অভিষেকের ছবি নেই, সরব তৃণমূল কাউন্সিলর
কলকাতা উত্তরে ভোটের আগে তৃণমূলে ফের ছবি বিতর্ক। সুদীপের প্রচার পুস্তিকায় অভিষেকের ছবি নেই, সরব ৪৯ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর । 'প্রচার পুস্তিকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকা উচিত ছিল'। এটা সংশোধন করে নিলে ভাল হত, সরব তৃণমূল কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায়। প্রচার পুস্তিকায় কী আছে দেখিনি, আমি তো জানি অভিষেকের ছবি আছে, মন্তব্য সুদীপ বন্দ্যোপাধ্যায়ের । মোনালিসা বলেন, 'আজকে প্রথমবার আমি ইস্তেহারটা পেলাম। দেখলাম যে আজকে আমাদের যুবদের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই, কোনও জায়গায় নেই, সব পাতা উল্টে দেখলাম।'
ছবি বিতর্ক তৃণমূলে এই প্রথম নয়। এর আগে, গত বছরের নভেম্বরে নেতাজি ইন্ডোরে তৃণমূলের মেগা কর্মসূচির মঞ্চ ছিল মমতা-ময়। মঞ্চে ছিল না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনও ছবি। যা নিয়ে বিস্ফোরক ইঙ্গিত করেছিলেন কুণাল ঘোষ।






















