Lok Sabha Election 2024: কেতুগ্রামে ভোটের আগের রাতে খুন হলেন তৃণমূল কর্মী মিন্টু শেখ | ABP Ananda LIVE
জেলা পূর্ব বর্ধমান হলেও কেতুগ্রাম বোলপুর লোকসভার মধ্যে। সেখানেই ভোটের আগের রাতে খুন হলেন তৃণমূল কর্মী মিন্টু শেখ। ভোটের কাজ সেরে বাড়ি ফেরার পথে, গতকাল রাত সাড়ে ৯টা নাগাদ বাড়ি থেকে কিছুটা দূরে বোমা-গুলি ছুড়ে তৃণমূল কর্মীকে খুন করা হয় বলে অভিযোগ। তৃণমূলের অভিযোগ, সিপিএম আশ্রিত দুষ্কৃতী আন্দাই শেখের হাতে খুন হয়েছেন মিন্টু। যদিও নিহতের পরিবার খুনের নেপথ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকেই দায়ী করেছে। অভিযোগ উড়িয়ে দিয়েছে সিপিএম। নিহত তৃণমূল কর্মী আনখোনা গ্রাম পঞ্চায়েতের চেঁচুরিয়া গ্রামের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, নিহত তৃণমূল কর্মীর বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে। খুনের চেষ্টা, অস্ত্র আইন-সহ ১০টি মামলা রয়েছে অভিযুক্ত আন্দাই শেখের বিরুদ্ধেও। পুরনো শত্রুতার জেরেই খুন বলে পুলিশের দাবি।
![Manipur Chief Minister resigns: মণিপুরে লাগাতার হিংসা, ঘরে-বাইরে চাপের মুখে মুখ্যমন্ত্রীর ইস্তফা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/10/a415ad8002f708faa13fc71842e1250f1739169246428535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)