এক্সপ্লোর
Locket Chatterjee: 'কোনও খেলা হবে না, বিজেপি গায়ে হাত দিলে, সমান ট্রিটমেন্ট', হুঙ্কার লকেটের
পঞ্চম দফায় আজ বাংলার ৩ জেলার ৭টি লোকসভা আসনে ভোট। এর মধ্যে হুগলি জেলার ৩টি আসন শ্রীরামপুর, হুগলি ও আরামবাগ, উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর ও বনগাঁ, হাওড়ার উলুবেড়িয়া ও হাওড়া সদর আসনে ভোট হচ্ছে।
পঞ্চম দফায় মোতায়েন থাকছে ৭৯৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তার মধ্যে ৬৫০ কোম্পানি বাহিনী মোতায়েন থাকবে বুথে। এছাড়াও থাকছে রেকর্ড সংখ্যক QRT। এদিকে, কোনও খেলা হবে না। আমাদের পোলিং এজেন্টদের গায়ে হাত ছোঁয়ালেই ব্যবস্থা নেব। হুঁশিয়ারি হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের।
আরও দেখুন






















