Lok Sabha Election: ভোট শুরু হতেই আরামবাগে অশান্তি, বিজেপির বিরুদ্ধে বড় অভিযোগ মিতালি বাগের
আজ লোকসভা নির্বাচনের পঞ্চম দফা। ভোট শুরুর আগেই উত্তপ্ত খানাকুল। আক্রান্ত বিজেপির উপপ্রধান, গ্রেফতার ২। আরামবাগে আহত তৃণমূল কর্মী, ভর্তি হাসপাতালে। ভোটের আগে আরামবাগে অশান্তি। খানাকুলের রাজহাটি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপি উপপ্রধান তপন বাগের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, রাতে গ্রামে দাপিয়ে বেড়াচ্ছিল তৃণমূলের বাইক বাহিনী। বিজেপি নেতা-সহ কয়েকজন প্রতিবাদ করায় তাঁদের ওপর হামলা চালানো হয়।
আহত হন বিজেপি উপপ্রধান-সহ ৫ বিজেপি কর্মী। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।






















