Lok Sabha Elections 2024: সুজন চক্রবর্তীর প্রচারে বাধা দেওয়ার অভিযোগ ঘিরে উত্তপ্ত খড়দা। ABP Ananda Live
ABP Ananda Live: পঞ্চম দফার ভোটেও ঝরেছে রক্ত। হাওড়া, হুগলি থেকে ব্যারাকপুর, জেলায় জেলায় দেখলাম অশান্তির ছবি। অন্যদিকে, ভোটের আগেই উত্তপ্ত খড়দা। দমদম লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তীর প্রচারে বাধা দেওয়ার অভিযোগ ঘিরে তুলকালাম। তৃণমূল-সিপিএম হাতাহাতি। অন্য়দিকে, ভোট শেষেও উত্তপ্ত উত্তর ২৪ পরগনার আমডাঙা ভোট দিতে না পারার অভিযোগে বিক্ষোভ, ঘটনাস্থলে গিয়ে আক্রান্ত পুলিশ । বিক্ষোভ তুলতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি গ্রামবাসীদের, পুলিশের গাড়ি ভাঙচুর। সুতরাং পঞ্চম দফাতেও জেলায় জেলায় অশান্তি। রক্তপাত, সংঘর্ষ, বিক্ষোভ, ভাঙচুর, হুমকি.....বাদ গেল না কিছুই। কমিশন, পুলিশের ভূমিকা নিয়েও উঠল প্রশ্ন। অন্যদিকে, ধনেখালিতে 'চোর-ডাকাত' তরজা। মাঝে কেন্দ্রীয় বাহিনী, মুখোমুখি হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় ও ধনেখালির তৃণমূল বিধায়ক অসীমা পাত্র। হুগলির বিজেপি প্রার্থীকে দেখে চোর চোর, গো ব্যাক স্লোগান দেন তৃণমূল কর্মীরা। আসল জায়গায় পা দিয়েছি, তাই রাগ, অসীমা চোর, কটাক্ষ করেন লকেট। লকেটকে ডাকাত বলে পাল্টা আক্রমণ করেন ধনেখালির তৃণমূল বিধায়ক।