Murshidabad News: মুর্শিদাবাদে উদ্ধার হল ব্য়াগ-বস্তা বোঝাই সকেট বোমা। ABP Ananda Live
ABP Ananda Live: ভোটের ফল প্রকাশের আগে মুর্শিদাবাদে (Murshidabad) ফের বোমার ছড়াছড়ি। পরপর ২ দিন রানিনগরে (Raninagar) উদ্ধার হল ব্য়াগ ও বস্তা বোঝাই সকেট বোমা। গতকাল রাতে রানিনগরের চুয়াপাড়া এলাকায় রাস্তার পাশে পাটের জমিতে প্লাস্টিকের জার এবং বস্তার মধ্যে তাজা সকেট বোমা দেখে আতঙ্ক ছড়ায়। এলাকা ঘিরে ফেলে পুলিশ। বম্ব ডিসপোজাল স্কোয়াডে খবর দেওয়া হয়।
অন্য়দিকে, লোকসভা ভোটের ফলপ্রকাশের আগেরদিন শেয়ার বাজারে সর্বকালীন রেকর্ড। বুথ ফেরত সমীক্ষায় বিজেপি ঝড়ের ইঙ্গিতের পরই চাঙ্গা বাজার।নিফটিও ২৩ হাজারের উপরে। সেনসেক্সের সূচক ছাড়াল ৭৬ হাজার পয়েন্ট।
পাশাপাশি, এবার লোকসভা ভোটে যেন নন্দীগ্রামে (Nandigram) গণনাকাণ্ডের পুনরাবৃত্তি না হয়। তৃণমূল সূত্রে খবর, ভোট গণনার দু'দিন আগে ভার্চুয়াল বৈঠকে দলীয় প্রার্থী ও তৃণমূলের জেলা সভাপতিদের কার্যত সতর্ক থাকার বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সপ্তম দফার ভোট শেষ হতেই বুথ ফেরত সমীক্ষা নিয়ে তীব্র জল্পনা চলছে। তৃণমূল সূত্রে খবর, ভোট সমীক্ষার জল্পনাতে মন না দিয়ে দলের নেতা-কর্মীদের নিজেদের দায়িত্ব পালনে জোর দেওয়ার নির্দেশ দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। মঙ্গলবার লোকসভা ভোটের রেজাল্ট। ভোট গণনার দিন, তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের সব এজেন্টকে গণনাকেন্দ্রে অতন্দ্র প্রহরীর মতো থাকার নির্দেশ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকী কোনও টেবিলে গণনার সময় পিছিয়ে পড়লেও মনোবল না হারানোর বার্তাও দেন তিনি।