Lok Sabha Elections 2024: নদিয়ায় BJP কর্মী খুনের পরিকল্পনার কথা আগেই জানত পুলিশ? কী বলছে নিহতের পরিবার?
ABP Ananda Live: নদিয়ায় (Nadia) বিজেপি কর্মী খুনের পরিকল্পনার কথা আগেই জানত পুলিশ? চাঞ্চল্য়কর দাবি করেছে নিহতের পরিবার। অভিযোগ, খুনের আগে স্থানীয় সমস্ত দোকান বন্ধ করে দিতে বললেও, যে দোকানে হাফিজুল ছিল, সেখানে কিছুই জানায়নি পুলিশ! যদিও পুলিশের দাবি, মৃতের বিরুদ্ধে একাধিক গুরুতর ধারায় মামলা রয়েছে এবং ব্য়ক্তিগত আক্রোশ থেকেই খুন হয়েছে বলে অনুমান পুলিশের।
ভোট মিটতেই নদিয়ায় নৃশংসভাবে খুন করা হয়েছে বিজেপি কর্মীকে। সেই সঙ্গে পুলিশের বিরুদ্ধে উঠেছে একের পর এক বিস্ফোরক অভিযোগ। শনিবার সন্ধেয় নদিয়ার কালীগঞ্জে বাড়ির সামনে গুলি করে ও কুপিয়ে নৃশংসভাবে খুন করা হয় বিজেপি কর্মী হাফিজুল শেখকে। নিহতের পরিবারের অভিযোগ, ঘটনার দিন, একটি পুরনো মামলার নিষ্পত্তির নামে, বিজেপি কর্মী হাফিজুলকে বাড়ি থেকে ডেকে নিয়ে য়ায় পুলিশই।
পরিবার সূত্রে দাবি, বিজেপি কর্মী হাফিজুলের বাড়িতে আগেও বোমাবাজির ঘটনা ঘটেছে।