Narendra Modi: ৪ জুনের পর দেশে বড় রাজনৈতিক ভূমিকম্প আসছে ভবিষ্য়ৎবাণী প্রধানমন্ত্রীর।ABP Ananda Live
ABP Ananda Live: চৌঠা জুনের পর, দেশে অনেক বড় রাজনৈতিক ভূমিকম্প আসতে চলেছে, কাকদ্বীপের সভা থেকে ভবিষ্য়ৎবাণী প্রধানমন্ত্রীর (Narendra Modi)। পাশাপাশি, পরিবারবাদ নিয়ে বিরোধী জোটকে আক্রমণ শানালেন নরেন্দ্র মোদি। যে তুফান আসছে, তা মোদিকে হঠানোর তুফান, পাল্টা বললেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়।
কখনও ৪০০ পারের স্লোগান... কখনও আবার বাংলায় বেস্ট পারফরম্য়ান্সের ভবিষ্য়ৎবাণী। বাংলায় ভোট প্রচারে একাধিকবার নরেন্দ্র মোদির মুখে শোনা গেছে এমনই সব শব্দবন্ধ। এরইমধ্য়ে, বুধবার শেষ দফার ভোট প্রচারে তাঁর মুখে শোনা গেল ইঙ্গিতপূর্ণ মন্তব্য়। ৪ জুনের পর রাজনৈতিক ভূমিকম্প হবে। ৪ জুনের পর, পরের ছয় মাসে দেশে অনেক বড় রাজনৈতিক ভূমিকম্প আসতে চলেছে। এই পরিবারতান্ত্রিক পার্টিগুলি নিজে থেকেই ছত্রাখান হয়ে যাবে। বাংলাকে বিকাশ থেকে বঞ্চিত করছে তৃণমূল: নরেন্দ্র মোদি। বিজেপিকে মজবুত করুন, সব আশা পূরণ হবে: নরেন্দ্র মোদি।