(Source: ECI/ABP News/ABP Majha)
Loksabha Election 2024: গণনায় বড় চমক! প্রাথমিক তথ্য অনুযায়ী অযোধ্যা কেন্দ্রে পিছিয়ে BJP প্রার্থী | ABP Ananda LIVE
দেশজুড়ে চলছে লোকসভা নির্বাচনের গণনা। এই গণনার প্রাথমিক তথ্য অনুযায়ী অযোধ্যা কেন্দ্রে পিছিয়ে বিজেপি প্রার্থী।
এনডিএ-কে জোর টক্কর ইন্ডিয়ার। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এগিয়ে ২৭৬ আসনে। ইন্ডিয়া জোট এগিয়ে ২৪৫ আসনে। অন্যান্যরা এগিয়ে ২২ আসনে। উত্তরপ্রদেশে ৪৪ আসনে এগিয়ে ইন্ডিয়া, এনডিএ এগিয়ে ৩৫ আসনে। মহারাষ্ট্রে ২৯ আসনে এগিয়ে ইন্ডিয়া, এনডিএ এগিয়ে ১৮ আসনে। রাজস্থানে ১৪ আসনে এগিয়ে ইন্ডিয়া, এনডিএ এগিয়ে ১১ আসনে। মধ্যপ্রদেশে ২৯ আসনেই এগিয়ে এনডিএ। গুজরাতে ২৪ আসনে এগিয়ে বিজেপি, কংগ্রেস এগিয়ে ২ আসনে। তামিলনাড়ুতে ৩৭ আসনে এগিয়ে ইন্ডিয়া, এনডিএ এগিয়ে ১ আসনে। কর্ণাটকে ১৮ আসনে এগিয়ে এনডিএ, ইন্ডিয়া এগিয়ে ১০ আসনে।
রাজ্যে বিজেপি এগিয়ে ১০টি আসনে। তৃণমূল এগিয়ে ৩১টি আসনে। কংগ্রেস এগিয়ে ১টি আসনে, হাতখালি বামেদের। দার্জিলিংয়ে ৫ হাজারের বেশি ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী রাজু বিস্ত। জলপাইগুড়িতে ১১ হাজারের বেশি ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী জয়ন্ত রায়। আলিপুরদুয়ারে এগিয়ে বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা।