LokSabh Election 2024: 'আমি প্রথম থেকে বলেছি, আমি ১০০ শতাংশ আশাবাদী আমি জিতছি', মন্তব্য তাপস রায়ের
ABP Annada LIVE: আমার ১০০ শতাংশ আশা আছে, এজেন্ট ঢুকতে দেওয়া নিয়ে কোনও সমস্যা হওয়ার কথা নয়। ইচ্ছাকৃত কোনও ভুল গণনার সময় যেন না করে। রাজ্যার পুলিশ ভিতরে প্রবেশ করতে পারে না, যদি থাকে আমি আপত্তি জানাব। আমি প্রথম থেকে বলেছি এখনও বলছি, আমি ১০০ শতাংশ আশাবাদী আমি জিতছি, মন্তব্য তাপস রায়ের(Tapas Roy)।
আগামী পাঁচ বছর দিল্লির মসনদে বসতে চলেছে কোন দল? বাংলার ৪২টি লোকসভা কেন্দ্রের ক'টি কার দখলে যাবে? তা জানা যাবে এবার। মসনদে কে? তৃতীয়বার মোদি সরকার? নাকি ইন্ডিয়া জোটের বাজিমাত? বাংলার বিয়াল্লিশের মধ্যে কার ঝুলিতে কটা? কার মঙ্গল হবে মঙ্গলে, দিল্লি যাবে কার দখলে? এই বঙ্গের বিয়াল্লিশে, জনমত যাবে কোথায় মিশে? আসছে কারা, কারাই বা যায়? গণনাকেন্দ্র থেকে প্রতিমুহূর্তের আপডেট, সবার আগে আপনাদের সামনে।






















