LokSabha Election 2024: 'রাজনীতি মানে খাদ্য, বস্ত্র, বাসস্থান', বললেন CPIM নেতা তন্ময় ভট্টচার্য।
LokSabha Election: ভোটের (Loksabha Election 2024) মঞ্চে দাপায় হিংসা, আকাশ-বাতাসে কুকথার ধোঁয়া। রেহাই মেলে না সাধু-সন্তেরও, কী করে এড়াই এ বিষের ছোঁয়া? 'ধর্ম সবথেকে পবিত্র জিনিস। ধর্মকে ব্যবহার করে একজন মিথ্যে বলে যাচ্ছে। রাজনীতি মানে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা। কিন্তু খাদ্যমন্ত্রী (Jyotipruya Mallick) নিজেই জেলে', কটাক্ষ সিপিএম (CPIM) প্রার্থী তন্ময় ভট্টাচার্য (Tanmoy Bhattacharya)। নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে (CM Mamata Banerjee) 'প্যাথলজিক্যাল লায়ার' বলে কটাক্ষ করেন তিনি। মুখ্যমন্ত্রী (CM Mamata Banejee) লক্ষ্মীর ভান্ডার (Lakshmir Bhandar) নিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছেন, যাতে যারা লক্ষ্মীর ভান্ডার পান তাদের ভোট নিশ্চিত করা যায়। 'ইন্দিরা আবাস যোজনার নাম কেউ পরিবর্তন করেনি, প্রধানমন্ত্রী (PM Narendra Modi) পরিবর্তন করলেন কেন? ABP Ananda Live