LokSabha Election 2024: পুরসভা-পঞ্চায়েত ভোটের পর ফিরল সাদা থানের হুঁশিয়ারি। ABP Ananda Live
LokSabha Election: কাল সপ্তম দফা (LokSabha Election 2024)। বাংলার ৯ লোকসভা কেন্দ্রে নির্বাচন। কলকাতা উত্তর-দক্ষিণ, দমদম, যাদবপুর, ডায়মন্ডহারবার, বসিরহাট, বারাসাত, জয়নগর, মথুরাপুরে ভোট। বরানগরে উপনির্বাচন। শেষ দফায় মোতায়েন ৯৬৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। প্রায় ২ হাজার কিউআরটি। কলকাতায় (Kolkata News) বাড়তি নজরদারি। ভোট পর্ব মেটার পরও ৬ জুন পর্যন্ত রাজ্যে থাকবে ৪০০ কোম্পানি বাহিনী। পুরসভা-পঞ্চায়েত ভোটের পর ফিরল সাদা থানের হুঁশিয়ারি। দমদমে ভোটের আগে খড়দায় চাঞ্চল্য। তৃণমূল (TMC News) আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ বিজেপির নেতার স্ত্রী-র। যোগ অস্বীকার তৃণমূলের (TMC)। শেষ দফায় ভোটে ওয়েবকাস্টিংয়ের মাধ্যমে নজরদারি আরও জোরদার। বুথে ক্যামেরা বন্ধ থাকলে ভোটগ্রহণ বন্ধ রাখার নির্দেশ। জবাবদিহি করতে হবে প্রিসাইডিং অফিসারকে। কমিশন (Election Commission of India) সূত্রে খবর। ABP Ananda Live