Sudip Banerjee: সুদীপ অনুগামীদের বিরুদ্ধে ক্ষোভ, ১৫ ঘন্টা পরে অবস্থান তুলে নিলেন তৃণমূল কাউন্সিলর।
Lok Sabha Election 2024: ভোটের (Lok Sabha Election 2024) মুখে সুবোধ মল্লিক স্কোয়ারে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের (Sudip Banerjee) নির্বাচনী কার্যালয়ে প্রায় ১৫ ঘণ্টা অবস্থান তৃণমূল (TMC) কাউন্সিলরের। কলকাতা পুরসভার ৪৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, নির্বাচিত জনপ্রতিনিধি হওয়া সত্ত্বেও তাঁকে কাজে বাধা দিচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা। সুদীপ এবং বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়কে জানিয়েও লাভ হয়নি।সেই কারণেই কলকাতা উত্তরের তৃণমূল প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে অবস্থানের সিদ্ধান্ত। গতকাল সুদীপের তরফে প্রতিনিধি পাঠানো হয়। তিনি কাউন্সিলরকে বোঝানোর চেষ্টা করেন। এরপর নয়না বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা হয় তৃণমূল কাউন্সিলরের। কিন্তু সমাধান সূত্র মেলেনি। সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত অবস্থান চলবে বলে হুঁশিয়ারিও দেন তৃণমূল কাউন্সিলর। অবশেষে প্রায় ১৫ ঘণ্টা পর সুদীপ বন্দ্যোপাধ্যায় নিজে আলোচনা করে সমস্যা মিটিয়ে দিলে অবস্থান তুলে নেন ৪৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায়। ABP Ananda Live






















