LokSabha Election Result 2024: কালীঘাটে আজ নব নির্বাচিত সাংসদদের নিয়ে বৈঠকে তৃণমূল নেত্রী
ABP Ananda LIVE: আজ কালীঘাটে(kalighat) নিজের বাড়িতে দলের নব নির্বাচিত সাংসদ, প্রথম সারির নেতৃত্ব, জেলা সভাপতি ও জেলা কো-অর্ডিনেটরদের নিয়ে বৈঠক করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। সূত্রের খবর, বৈঠকে লোকসভায় তৃণমূলের সংসদীয় দলের নেতা এবং মুখ্য় সচেতক কারা হবেন তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। আগামী দিনে তৃণমূলের সংসদীয় দলের ভূমিকা কী হবে বৈঠকে তার দিক নির্দেশ করবেন তৃণমূল সুপ্রিমো। পাশাপাশি লোকসভার ভোটের ফলাফল নিয়েও আলোচনা হবে বলে খবর। সদ্য় সমাপ্ত লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেসের ভাল ফল হলেও, বেশ কিছু বিধানসভায় দলের ফল তুলনামূলকভাবে খারাপ হয়েছে। সূত্রের খবর, বৈঠকে বিধানসভাগুলিতে দলের খারাপ ফলের কারণ অনুসন্ধান করা হবে। সেই সঙ্গে সংশ্লিষ্ট বিধানসভায় আগামী দিনে ফল ভাল করতে কী করনীয় তার রণকৌশল ঠিক হবে।






















