(Source: ECI/ABP News/ABP Majha)
Mamata Banerjee in Laalgarh: 'কাজ নয়, বিজেপি সরকার শুধু হামলা-অপপ্রচার করে', অভিযোগ মমতার
আজ লালগড়ে সভা করেন তৃণমূল নেত্রী (TMC) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানে তিনি বলেন, "আমার প্রচার বন্ধ করতে নানারকম ষড়যন্ত্র হয়েছে। এটা একটা বড় রাজনৈতিক যুদ্ধ। বিজেপিকে দেশ থেকে সরাতে হলে বাংলা থেকে লড়াইয়ের ডাক দিতে হবে। ঝাড়গ্রামে চারটি নতুন কলেজ হয়েছে। ঝাড়গ্রামের রাস্তাঘাটের উন্নতি হয়েছে। এখন সবাই বিনাপয়সায় রেশন পান। বহিরাগত গুণ্ডারা এসে ভোট লুঠ করে নিয়ে যাবে। বিজেপি ক্ষমতায় এলে সব লুঠ হয়ে যাবে। দুরাচার আর দুঃশাসনের পার্টি বিজেপি। কুৎসা আর অপপ্রচারের কারখানা বিজেপি। শিশুরা এখন স্কুলে গেলে মিড ডে মিল, জুতো, বই খাতা, ব্যাগ সব পায়। ঘরের মেয়েরা কন্যাশ্রী পায়। মেয়েরা এখন সরকারি প্রকল্পের সব সুযোগ সুবিধা পায়। এক কোটি ছেলে মেয়েকে সবুজ সাথী দিয়েছি। আমাদের সরকার সবটাই করেছে। বিজেপি সরকার কিছু করে না। শুধু হামলা করে। অপপ্রচার করে।"