WB Election 2021: মমতার শনি ও রবিবারের জেলা সফরের কর্মসূচি আপাতত বাতিল
এদিন সন্ধ্যায় তৃণমূলের তরফে জানানো হয়, আঘাত পেলেও অপরিবর্তিত থাকছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি। সব ঠিক থাকলে শনিবার থেকেই প্রচারে ময়দানে দেখা যাবে তৃণমূলনেত্রীকে। দলনেত্রীর কর্মসূচিতে কোনও বদল করা হয়নি বলেই জানান দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু, পরে, তৃণমূল সূত্রে জানা যায়, আপাতত দুদিনের কর্মসূচি বাতিল করা হচ্ছে। জানা গিয়েছে, ১৩ মার্চ পুরুলিয়ায় সভা ছিল মমতার। ১৪ মার্চ বাঁকুড়ায় যাওয়ার কথা ছিল তৃণমূল নেত্রীর। ১৬ মার্চ তৃণমূল নেত্রীর পশ্চিম মেদিনীপুরে সভা। এরপর, ১৭ মার্চ পূর্ব মেদিনীপুরে সভা তৃণমূল নেত্রীর। ২৫ মার্চ প্রথম দফার ভোটপ্রচারের শেষদিন। প্রথম দফার আগে প্রচারে হাতে সময় ২ সপ্তাহ। কমপক্ষে ১৪টি সভা করার কথা তৃণমূল নেত্রীর। ইতিমধ্যেই, এসএসকেএম থেকে ভিডিও বার্তায় তৃণমূলনেত্রী জানিয়েছেন, তাঁকে হয়তো হুইলচেয়ারে প্রচার করতে হবে।