Malda News: তৃণমূল কর্মী এবং নির্দল প্রার্থী ও তাঁর অনুগামীদের মধ্যে সংঘর্ষে রণক্ষেত্র মালদার ইংরেজবাজারের নঘড়িয়া গ্রাম। ABP Ananda Live
তৃণমূল কর্মী এবং নির্দল প্রার্থী ও তাঁর অনুগামীদের মধ্যে সংঘর্ষে রণক্ষেত্র মালদার ইংরেজবাজারের নঘড়িয়া গ্রাম। গতকাল রাত থেকে দফায় দফায় সংঘর্ষ বাধে। ৮টি বাড়ি ভাঙচুর, দোকান লুঠ ও ২টি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এলাকায় ব্যাপক বোমাবাজি হয় বলে অভিযোগ। ইংরেজবাজারের ফুলবাড়িয়া গ্রাম পঞ্চায়েত অফিসের কাছেই কালিন্দি নদী। নদীর ওপারে নঘড়িয়া গ্রাম। এই গ্রাম পঞ্চায়েতের রাশ কার থাকবে তা নিয়ে দুই তৃণমূল নেতা জাহিদুল শেখ ও লাকি আলির মধ্যে বিবাদ। তৃণমূলের টিকিট না পেয়ে এবার নির্দল হিসেবে দাঁড়িয়েছেন লাকি আলির স্ত্রী। গতকাল এই নিয়েই দু’পক্ষের মধ্যে ধুন্ধুমার বাধে। আজ সকাল
থেকে এলাকা থমথমে। চলছে পুলিশি টহল।






















