Morning Headlines: তৃণমূলের নির্বাচনী ইস্তেহারে একাধিক চমক, সঙ্গে অন্য খবর
ক্ষমতায় ফিরলে দেড় কোটি পরিবারকে মাসে ৫০০ টাকা করে ভাতা, তফশিলিদের জন্য মাসে ১০০০। বছরে ৫ লক্ষ কর্মসংস্থান, ইস্তেহারে প্রতিশ্রুতি তৃণমূলের (Trinamool Congress)। শুধুই অনুদানের রাজনীতি, কটাক্ষ বিজেপির (BJP)। এবার বাড়িতে বাড়িতেই মিলবে রেশন (Ration)। কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বেড়ে ১০ হাজার, পড়ুয়াদের জন্য ১০ লক্ষ ক্রেডিট লিমিট। ইস্তেহারে ঘোষণা মমতার (Mamata Banerjee)। কেন্দ্রের প্রকল্পকে রাজ্যের বলে চালানোর চেষ্টা, পাল্টা বিজেপি। জঙ্গলমহলের (Jangalmahal) ভোটেই বিজেপিকে জবাব দেওয়ার হুঙ্কার মমতার। ২৪ মার্চ মোদির সভাতেই কি শিশির অধিকারী (Sisir Adhikari)? তৃণমূলের সঙ্গে আরও সংঘাতে শিশির। নাম না করে অভিষেককে (Abhishek Banerjee) আক্রমণ। সব পেয়েও ক্ষোভ, গেলে যাবেন, পাল্টা সৌগত (Saugata Roy) । নন্দীগ্রামকাণ্ড (Nandigram Incident) নিয়ে ফের চক্রান্তের অভিযোগ মমতার।