দেখুন: যার নামে দেওয়াল লিখন তিনিই মুছলেন নাম! তৃণমূল নেতার কাণ্ডে মালদায় শোরগোল
পুরভোটে প্রার্থী ঘোষণার আগেই মালদায় তাঁর নামে দেওয়াল লিখন নিয়ে বির্তক মেটাতে এবার উদ্যোগী হলেন তৃণমূল নেতা সুজিত সাহা। পুরভোটের দিনক্ষণ, প্রার্থী তালিকা ঘোষণার আগেই ইংরেজবাজারের ২৩ নম্বর ওয়ার্ডে স্থানীয় তৃণমূল নেতা সুজিত সাহাকে সম্ভাব্য প্রার্থী হিসেবে চেয়ে দেওয়াল লেখা শুরু হয়। এনিয়ে তৃণমূলের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে আসতেই সতর্ক করা হয় তৃণমূল নেতাকে। এরপর নিজের নামে লেখা দেওয়াল মুছে দেওয়ার কাজ শুরু করেন ওই নেতা। কে বা কারা দেওয়াল লিখেছে, তা জানা নেই বলে তৃণমূল নেতার দাবি। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এলাকার লোক হিসেবে ওই নেতাকে কাউন্সিলর পদে চেয়ে দেওয়াল লেখা হয়েছে। এটাই তৃণমূলের সংস্কৃতি বলে শাসকদলকে কটাক্ষ করেছে বিজেপি। এনিয়ে তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

















