Narendra Modi 3.0 : 'নরেন্দ্র মোদির নেতৃত্বেই দেশের উন্নতিসাধন হবে', মন্তব্য নায়ডুর। ABP Ananda Live
ABP Ananda Live: তৃতীয় বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবাসরীয় বিকেলে রাষ্ট্রপতি পাঠ করাবেন শপথ বাক্য। এক দশক বাদে শপথ নেবে শরিক-নির্ভর সরকার, NDA সরকার। যার দুই প্রধান স্তম্ভ নীতীশ কুমারের জেডিইউ আর চন্দ্রবাবু নায়ডুর টিডিপি। এই মুহূর্তে এই দুই দলের উপরই নির্ভর করছে সরকার গঠনের ভবিষ্যৎ। সেই বুঝেই নাকি নিজেদের দাবি কড়ায়গণ্ডায় বুঝে নিচ্ছেন তাঁরা। তবে অন্দরে মন্ত্রিত্ব নিয়ে কী দড়ি টানাটানি চলছে তা নিয়ে হাজারো জল্পনা থাকলেও সেন্ট্রাল হলে মেগা-বৈঠকে সব শরিকদেরই দেখা গেল হাসি মুখে। সর্বসমক্ষে নরেন্দ্র মোদির নেতৃত্বের উপর অগাধ ভরসা দেখালেন নায়ডু, নীতীশ উভয়ই । বললেন, মোদির নেতৃত্বেই আগামীর উন্নয়ন দেখছেন তাঁরা। আর তা শুনে হাসি চওড়া হল নরেন্দ্র মোদির।






















