Narendra Modi: বিজেপির গুণগান নয়, মোদির বক্তৃতায় বারে বারে উঠে এল বারবার জোট ও জোটধর্মের কথা
NDA-র সংসদীয় দলের বৈঠকে যখন নরেন্দ্র মোদি ঢুকছেন, তখন পুরনো সংসদ ভবনে উঠল 'মোদি-মোদি' স্লোগান। আর সংসদীয় দলের নেতা নির্বাচনের পর, দীর্ঘ বক্তৃতায়, বারবার জোট ও জোটধর্মের কথা বললেন নরেন্দ্র মোদি। শুক্রবার সংসদের সেন্ট্রাল হলে এনডিএ-র বৈঠকে বিজেপি সাংসদদের গলায় ফের যেমন মোদি মোদি ধ্বনি উঠল...শরিকদের মুখে বারবার উঠে এল মোদির কথা। তাঁর প্রশংসা। বিরোধীরা পাল্টা বলছেন, নীতীশ কুমার কিংবা চন্দ্রবাবু নাইডু অতীতে বারবার কখনও কংগ্রেস-কখনও বিজেপি সম্পর্কে এরকম কথা বলেছেন! আবার পরে তাদের ছেড়েও দিয়েছেন! আর তাই নরেন্দ্র মোদিও জানেন, এবার একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার চালাতে গিয়ে তাঁকে পদে পদে শরিকদের ওপর নির্ভর করে চলতে হবে। তাই বারবার নীতীশ কুমার ও চন্দ্রবাবু নায়ডুর সঙ্গে কথা বললেন, হাসলেন! ভাষণে বারবার NDA-র কথা বললেন, শরিকদের কথা বললেন!






















