Mamata Banerjee: 'প্রথম দুটি পর্যায়ের ভোটেই বিজেপি এপাশ-ওপাশ ধপাস হয়েছে', আক্রমণ মমতার
ABP Ananda LIVE: 'প্রমাণ দেখান তৃণমূল(TMC) চুরি করেছে'। 'আমি তো অনেকদিন আগে থেকেই চ্যালেঞ্জ দিয়ে রেখেছি'। 'সাহস থাকলে শ্বেতপত্র প্রকাশ করুন'। 'দু-একটা কেসে ভুল থাকলে আমরা সংশোধন করে নিতাম'। 'তা বলে ২৬ হাজার ছেলে-মেয়ের চাকরি খেয়ে নেবে ?' 'আমরা জানতে চাই মধ্যপ্রদেশের(Madhya Pradesh)ব্যাপমের রেজাল্ট কী হল ?' ' যারা তদন্ত করতে গেছিল সবাই খুন হয়ে গেছে'। 'বাংলায় ভোট কাটাকাটি বাংলায় করবেন না'। ' বাংলায় বিজেপির দুটো চোখ সিপিএম আর কংগ্রেস'। 'তৃণমূলকে হারানোর জন্য দুজনে জোট বেঁধেছে'। 'তৃণমূলের ভোট কেটে বিজেপিকে জেতানোর চেষ্টা '। 'গরীব মানুষের ১০০দিনের কাজের টাকা কেন্দ্র দেয়নি, আমরা দিয়েছি'। 'বিজেপি সরকার সবাইকে এজেন্সির (Central Agency)ভয় দেখায়'।






















