(Source: ECI/ABP News/ABP Majha)
BSF: 'ভোটের দিন একাধিক জায়গায় শুধু বসিয়ে রাখা হয়েছিল কেন্দ্রীয় বাহিনীকে', রিপোর্টে দাবি বিএসএফের। ABP Ananda Live
'ভোটের দিন একাধিক জায়গায় শুধু বসিয়ে রাখা হয়েছিল কেন্দ্রীয় বাহিনীকে', 'ত্রিপুরা থেকে আসা কেন্দ্রীয় বাহিনীকে ফেরত পাঠানোরও অভিযোগ উঠেছে', 'কেন্দ্রীয় বাহিনীকে ফেরত পাঠানোর অভিযোগ উঠছে, খুব গুরুতর অভিযোগ', 'অভিযোগ ঠিক হলে কমিশন ইচ্ছে করে আদালত অবমাননা করেছে',কেন্দ্রীয় বাহিনী নিয়ে আদালত অবমানার মামলায় পর্যবেক্ষণ হাইকোর্টের , আইজি চেষ্টা করলেও, অসহযোগিতা করেছে কমিশন, রিপোর্টে দাবি বিএসএফের, ভোটের দিনের আগে, পরে কী হয়েছিল? হাইকোর্টে রিপোর্ট পেশ বিএসএফের। আগামী ১০ দিন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে রাজ্য-কমিশনকে সহযোগিতার নির্দেশ। অবিলম্বে বিএসএফ, মুখ্যসচিব, ডিজিকে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ। 'আমরা কেন্দ্র-কমিশনকে একসঙ্গে কাজ করতে বলেছিলাম, এটা তার নমুনা?' কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার নিয়ে কমিশনকে প্রশ্ন প্রধান বিচারপতির। একসঙ্গে কাজ না করলে আইজি বিএসএফকেই সিদ্ধান্ত নিতে বলব: হাইকোর্ট। 'সব কিছু কমিশনকে ছেড়েছি, অপসারণের মামলাও খারিজ করেছি, এই আপনাদের ভূমিকা?', কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার নিয়ে কমিশনকে ভর্ৎসনা হাইকোর্টের । 'কমিশন বলেছে ৭% বুথ স্পর্শকাতর, এখন দেখা যাচ্ছে ৭৫% স্পর্শকাতর'। ভোটে হিংসা নিয়ে হাইকোর্টে সওয়াল শুভেন্দু অধিকারীর আইনজীবীর