এক্সপ্লোর
Panchayat Poll 2023: ছেলে নেই কার হাত ধরে ভোট দিতে যাব? প্রশ্ন সন্তানহারা মায়ের
সন্ত্রাসের পঞ্চায়েত ভোট কেড়ে নিয়েছে তাঁর ছেলেকে। পুনর্নির্বাচনে ভোট দিতে গেলেন না, নিহত চিরঞ্জিৎ কারজির মা। শনিবার, কালীরপাট মাধ্যমিক শিক্ষাকেন্দ্রের বুথে ভোট শুরুর কিছুক্ষণ পরই, বাইরে গুলির লড়াই শুরু হয়। ভোট দিতে গিয়ে গুলিবিদ্ধ হন চিরঞ্জিৎ কারজি নামে ২৩ বছরের এক ভোটার।প্রায় ১ ঘণ্টা ওই অবস্থাতেই পড়ে থাকেন তিনি। তারপর হাসপাতালে নিয়ে যাওয়ার সময়েও প্রাণ ছিল শরীরে। কিন্তু, আর বেশিক্ষণ জীবনের সঙ্গে লড়াই চালিয়ে রাখতে পারেননি তিনি। ছেলেই নেই। কার হাত ধরে ভোট দিতে যাবেন? তাই আর পুনর্নির্বাচনে গেলেন না মা।
আরও দেখুন






















