PM Modi at Purulia: ‘ টিএমসি মানে ট্রান্সফার মাই কমিশন’, কটাক্ষ মোদির
পুরুলিয়াতে জনসভা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সেখান থেকে প্রধানমন্ত্রী বলেন, ‘পশ্চিমবঙ্গে তখনই উন্নতি হবে, যখন সবাই মিলে এগিয়ে এসে কাজ করবে। কিন্তু দিদি কখনওই বাংলার পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষকে নিজের বলে ভাবেননি। গত ১০ বছরে কাটমানি, কমিশন ও তোলাবাজি কালচারের ক্ষতিপূরণ দিতে হচ্ছে বাংলার গরিব মানুষদের। গরিবদের জন্য কেন্দ্র থেকে যা দেওয়া হয়, সবেতেই তৃণমূলের তোলাবাজরা ভাগ বসায়। করোনার সময় কেন্দ্র থেকে বিনামূল্যে দেওয়া চাল-ডাল নিয়েও জালিয়াতি করেছে দিদির তোলাবাজরা। ১০ বছর ধরে শুধু দুর্নীতি হয়েছে রাজ্যে। তোষণের রাজনীতি করছে তৃণমূল। মানুষ তাদের শাস্তি দেবে। দেশের সেনাদের বিরুদ্ধেও কথা বলেছেন দিদি। পুলুওয়ামা হামলার পরও প্রশ্ন তুলেছিলেন তিনি। মমতা ছাড়া সবাই পাশে ছিলেন।’ তিনি বলেন, 'আদিবাসীদের কল্যাণে সচেষ্ট কেন্দ্র। অটল সরকার আদিবাসীদের কল্যাণে আলাদা মন্ত্রক বানিয়েছিল। বাংলায় দলিত, আদিবাসী, পিছিয়ে পড়া ৩৬ লক্ষ মানুষ উজ্জ্বলা যোজনার গ্যাস পেয়েছে। কেন্দ্রের ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার আর দিদির বাংলায় টিএমসি মানে ট্রান্সফার মাই কমিশন। জনধন অ্যাকাউন্ট নিয়েও ভয় পান মমতা। চুরির খেলা চলবে না আর। দিদির সরকার যাওয়ার কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে।'






















