(Source: Poll of Polls)
PM Modi Bankura Rally: 'দিদি চাইলে আপনার পা আমার মাথায় রাখতেই পারেন। কিন্তু বাংলার উন্নয়নকে লাথি মারতে আমি দেব না, আক্রমণ মোদির
রাজ্যে ফের ভোটের প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বাঁকুড়ার তিলাবেদিয়া ময়দানের সভায় মোদি (PM Modi Bankura Rally) বলেন, 'দিদি চাইলে আপনার পা আমার মাথায় রাখতেই পারেন। কিন্তু বাংলার উন্নয়নকে লাথি মারতে আমি দেব না। গরিব মানুষের পেটে লাথি মারতে দেব না। বাংলার সরকারকে জলপ্রকল্পের জন্য কোটি কোটি টাকা দিয়েছি। কিন্তু মানুষ প্রশ্ন করছেন, জল কোথায় দিদি? কেন কৃষকরা ক্ষেতে জল পান না? কোথায় শিল্প, কোথায় কর্মসংস্থান দিদি? সেই জন্যই আপনি বলছেন খেলা হবে! ১০ বছর ধরে বাংলার মানুষের সঙ্গে খেলেও আপনার মন ভরেনি! এবার বাংলার মানুষ ঠিক করে নিয়েছেন। আপনার খেলা শেষ হবে, উন্নয়ন শুরু হবে। ১০ বছর ধরে মানুষ আপনার খেলা দেখেছে। গরিব মানুষের কাছে সরকারি টাকা পৌঁছয়নি। কিন্তু তৃণমূলের নেতারা মালামাল হয়ে গেছেন। দিদি এবার যাচ্ছেন। আমি প্রশ্ন করলেই দিদির রাগ হয়। আমার চেহারাও দিদি পছন্দ করেন না। গণতন্ত্রে চেহারা নয়, কাজ জরুরি।