PM Modi Exclusive: 'সংবিধান বলে, ধর্মের ভিত্তিতে সংরক্ষণ নয়', ওবিসি ইস্যু নিয়ে Exclusive মোদি। ABP Ananda Live
এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে ওবিসি ইস্যুতে কী বলেছেন প্রধানমন্ত্রী (PM Modi)? হাইকোর্টে (High Court) তৃণমূল আমলের ওবিসি সার্টিফিকেট বাতিল ইস্যুতে প্রধানমন্ত্রী মোদি (PM Modi In Bengal) বলেন, 'সংবিধান বলে, ধর্মের ভিত্তিতে সংরক্ষণ নয়। সংবিধানের ভাবনার সম্মান করা উচিত। আজকে এরা ধর্মের ভিত্তিতে সংরক্ষণ করতে চাইছে। এটা সংবিধানের অপমান, সংবিধানকে শেষ করার চক্রান্ত।'
বুধবার কাকদ্বীপের সভা থেকেও এই ইস্যুতে তৃণমূলকে আক্রমণ করেন মোদি। তাঁর তোপ, 'তোষণের জন্য দেশের সংবিধানের উপরেও হামলা করছে তৃণমূল। পিছিয়ে পড়া সমাজকে সংরক্ষণ দিয়েছে সংবিধান, কিন্তু তৃণমূল লুঠ করছে। ওবিসি সমাজের অধিকার কেড়ে মুসলমানদের সংরক্ষণ দিয়েছে তৃণমূল। হাইকোর্টের রায়ের বিরুদ্ধেও সরব হচ্ছে তৃণমূল।'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।