PM Modi: 'OBC জাতিভুক্তদের সঙ্গে প্রতারণা তৃণমূলের', বাংলায় এসে সরব প্রধানমন্ত্রী। ABP Ananda Live
OBC সার্টিফিকেট বাতিল নিয়ে বিচারব্যবস্থার একাংশকে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের (Mamata Banerjee) আক্রমণ নিয়ে এবার সুর চড়ালেন প্রধানমন্ত্রী (PM Modi)। বললেন, তৃণমূলের কাছে প্রশ্ন করতে চাই, এবার কি বিচারপতিদের পিছনেও নিজেদের গুন্ডাদের ছেড়ে দেবেন? তিনি আরও বলেন, OBC-দের ধোঁকা দিয়েছে তৃণমূল। পাল্টা জবাব দিয়েছেন তৃণমূলনেত্রী।
'OBC জাতিভুক্তদের সঙ্গে প্রতারণা তৃণমূলের', বাংলায় এসে সরব প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদির তোপ, 'কলকাতা হাইকোর্ট বলেছে, ৭৭টা মুসলমান জাতিকে OBC ঘোষণা করা এটা বেআইনি। অসাংবিধানিক। সংবিধানের বিরুদ্ধে। মানে TMC লক্ষ লক্ষ OBC যুবকদের... যে অধিকার তাঁরা পেয়েছিলেন, সংবিধান দিয়েছিল। বাবাসাহেব অম্বেডকর দিয়েছিলেন, দেশের সংসদ দিয়েছিল, OBC-দের যে অধিকার ছিল চোখের নিমেষে এই ভোট-জিহাদিদের সাহায্য করার জন্য এরা লুঠ করেছেন।'
ওবিসি সার্টিফিকেট (OBC Certificate) বাতিল ও বিচারব্যবস্থার একাংশকে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের আক্রমণ নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা।