Lok Sabha Election Results: কারা থাকছেন মোদির নতুন মন্ত্রিসভায়? বাংলা থেকে ফোন পেলেন শান্তনু ঠাকুর? ABP Ananda Live
ABP Ananda Live: কারা থাকছেন মোদির নতুন মন্ত্রিসভায়? বাংলা থেকে মুখ কারা? ভাবী মন্ত্রীদের সঙ্গে সকাল সাড়ে ১১টায় চা-চক্রে যোগ দেবেন মোদি। মোদির নতুন মন্ত্রিসভার সদস্যদের কাছে শপথের জন্য যাচ্ছে ফোন। নীতীশের দল জেডিইউ থেকে ডাক পেয়েছেন লালন সিংহ, রামনাথ ঠাকুর। বাংলা থেকে ফোন পেলেন শান্তনু ঠাকুর। ফের মোদির মন্ত্রিসভায় ঠাঁই পাচ্ছেন বনগাঁর সাংসদ শান্তনু। টিডিপি থেকে মন্ত্রী হচ্ছেন রামমোহন নায়ডু। আমন্ত্রণ পেলেন জেডিএস-এর কুমারস্বামী। ফোন গেছে অর্জুন রাম মেঘওয়ালের কাছে। ফোন পেয়েছেন এলজেপি-র চিরাগ পাসোয়ান। হামের জিতনরাম মাঝিও পেয়েছেন মন্ত্রিত্বের জন্য ফোন কল। ফের মন্ত্রী হচ্ছেন পীযূষ গোয়েল, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। আজ সন্ধে সোয়া ৭টায় তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন মোদি। সাতসকালে অমিত শাহর বাড়িতে জে পি নাড্ডা






















