Lok Sabha Election 2024: ন্যাজাটে দলের প্রচারে প্রিয়দর্শিনী হাকিম, মুখ খুললেন সন্দেশখালি নিয়ে। ABP Ananda Live
ন্যাজাটে তৃণমূলের প্রচারে প্রিয়দর্শিনী হাকিম। বসিরহাটের (Basirhat TMC Candidate) তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলামের প্রচারে রাজ্যের মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের কন্য়া (Priyadarshini Hakim)। তাঁর মুখে উঠে এল সন্দেশখালির প্রসঙ্গ। তিনি বলেন, 'সন্দেশখালির নামের জন্য পুরো বাংলার নাম কালিমালিপ্ত হয়ে যাচ্ছে। আমি বাংলার মহিলা। সন্দেশখালির মহিলাদের জিজ্ঞেস করতে পারেন ওরা এখানে সুরক্ষিত কি না, ওরা এখানে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে কিনা। ওরা এখানে ঠিকভাবে নিশ্চিন্তে থাকছে কি না। ২০০০ টাকা দিয়ে গ্রামের অর্ধশিক্ষিত সরল মহিলাকে দিয়ে সই করিয়ে নিয়ে বিজেপি যেটা করেছে, তার পাল্টা জবাব এখানকার মহিলারা দিতে চাইছে।' নরেন্দ্র মোদির (Narendra Modi) 'গ্যারান্টি' নিয়েও তোপ প্রিয়দর্শিনী হাকিমের। বেকারত্ব প্রসঙ্গ তুলেও বিজেপিকে খোঁচা।






















