Kejriwal Bail Plea:জরুরি ভিত্তিতে কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিন সংক্রান্ত শুনানির আবেদন খারিজ সুপ্রিম কোর্টের।ABP Ananda LIVE
অন্তর্বর্তী জামিনের সময়সীমা (Arvind Kejriwal Plea Seeking Interim Bail Extension) এক সপ্তাহ বাড়ানোর জন্য সুপ্রিম কোর্টে আবেদন অরবিন্দ কেজরিওয়ালের। শারীরিক অসুস্থতার কারণে ২ জুনের পর এক সপ্তাহ জামিনের সময়সীমা বাড়ানোর আবেদন। জরুরি ভিত্তিতে শুনানির জন্য আবেদন আইনজীবী অভিষেক মনু সিংভির। জরুরি ভিত্তিতে শুনানির আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট (Supreme Court Refutes Urgent hearing Plea)। স্বাস্থ্যজনিত কারণ দেখিয়ে অন্তর্বর্তী জামিনের সময়কাল বর্ধিত করতে আবেদন জানিয়েছে ধাক্কা খেতে হল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। আরও এক সপ্তাহের জন্য জামিনের মেয়াদ বর্ধিত করতে চেয়ে জরুরি ভিত্তিতে শুনানি চেয়েছিলেন কেজরিওয়াল। কিন্তু প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের কাছে তাঁর আবেদনটি পাঠানো হবে এবং তিনি যা সিদ্ধান্ত নেওয়ার নেবেন বলে জানিয়েছে শীর্ষ আদালত।
![Manipur Chief Minister resigns: মণিপুরে লাগাতার হিংসা, ঘরে-বাইরে চাপের মুখে মুখ্যমন্ত্রীর ইস্তফা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/10/a415ad8002f708faa13fc71842e1250f1739169246428535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)