Bengal Election 2021: 'ভোটে দাঁড়াব কিনা সেটা দল ঠিক করবে', BJP-তে যোগ দিয়ে জানালেন Srabanti Chatterjee
বিজেপিতে (BJP) যোগ দিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। শহরের একটি পাঁচতারা হোটেলে বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়র (Kailash Vijayvargiya) উপস্থিতিতে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) হাত থেকে পদ্ম পতাকা হাতে তুলে নেন শ্রাবন্তী। গেরুয়া দলে যোগ দিয়ে শ্রাবন্তী বলেন, "আমার নতুন পথ চলা শুরু হল। আমি আপ্লুত। মোদিজিকে অনুসরণ করি। আমাকে যোগ্য মনে করায় বিজেপিকে ধন্যবাদ। সোনার বাংলা গড়ার সঙ্গেই সমগ্র দেশের জন্য কিছু করতে চাই। শুধু রাজ্য নয়, দেশের জন্য কিছু করতে হবে। ভোটে দাঁড়াব কিনা সেটা দল ঠিক করবে। আপনাদের সমর্থন চাই, সোনার বাংলা গড়তে সাহায্য করুন। মোহভঙ্গ হয়নি, রাজ্যের উন্নয়নের স্বার্থেই বিজেপিতে।"






















