এক্সপ্লোর
Kar Dakhale GramBangla: (পর্ব ২) : ২৩'র তিলক তৃণমূলেরই। বিরোধী এজেন্টদের মার! ব্যালট নিয়ে চম্পট!
তেইশের তিলক তৃণমূলেরই। জেলায় জেলায় শাসকের দাপট, বহু পিছনে বিরোধীরা।জঙ্গলমহল থেকে উত্তরবঙ্গ, নিজের গড়েই ধরাশায়ী বিজেপি। তাও পরের পর গণনাকেন্দ্রে অশান্তি, কারচুপি ব্যালট বাক্সে কালি! বিরোধী এজেন্টদের মার! বাক্স নিয়ে চম্পট! গণনাকেন্দ্রে ঢোকার সময় সিপিএম, বেরিয়েই তৃণমূল! অভূতপূর্ব ডিগবাজি প্রার্থীর। 'মানুষ কেন্দ্রীয় বাহিনী চায়', ৪০ প্রাণ ঝরার পর উপলব্ধি হল কমিশনারের! 'মমতা নিজে পুলিশমন্ত্রী, তাও খুনের রাজনীতি কেন?' ফের বিস্ফোরক হুমায়ুন।
আরও দেখুন






















