Top News: আজ পঞ্চায়েত ভোটের ফলাফল, কার দখলে গ্রাম-বাংলা? | ABP Ananda Live
Panchayat Election Result : আর কিছুক্ষণের অপেক্ষা। কার দখলে গ্রাম-বাংলা? জানা যাবে জনাদেশ। রাজ্যজুড়ে ৩৩৯ কেন্দ্রে হবে ভোট গণনা। ত্রিস্তরীয় নিরাপত্তায় প্রতি কেন্দ্রে থাকবে ১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।\
পঞ্চায়েত ভোট গণনার আগের রাতে রণক্ষেত্র দিনহাটা। স্ট্রং রুম দখলের অভিযোগে তৃণমূল-বিজেপি সংঘর্ষ। বিজেপি নেতার গাড়িতে হামলা।
আঠেরোর সন্ত্রাসকে ছাপিয়ে গেল তেইশ। ভোটের দিন কৃষ্ণনগরে আক্রান্ত সিপিএম প্রার্থীর শ্বশুরের মৃত্য়ু। রানিনগর, রঘুনাথগঞ্জে মৃত্যু জখম তৃণমূল কর্মীর।
বাংলা জুড়ে বেলাগাম সন্ত্রাস। ভোটের দিন বোল্ডার দিয়ে নৃশংসভাবে হামলা, কেতুগ্রামের ভোটারের মৃত্যু। (বাইট-যাকে ইচ্ছে তাকে ভোট দেবে বলেছিল বাবা। তৃণমূলের লোক ছিল)
তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে ভোট-হিংসায় এবার সরব শুভাপ্রসন্ন। (বাইট- আমি লজ্জিত। দেশের কোথাও হয় না। এই সংস্কৃতির বদল দরকার)+(কুণালের বাইট-ইচগার্ড লাগিয়ে নিন)
ভোটের পর এবার বোধোদয় সৌগতর! সবই লোকদেখানো, কটাক্ষ বিরোধীদের।
হুমায়ুন, সৌগতর পর এবার ভোট সন্ত্রাস নিয়ে সরব তৃণমূলের আরেক বিধায়ক। (বাইট-সবাই লজ্জিত, আমিও লজ্জিত! বিদেশে গিয়েও শুনতে হবে, ভাল লাগবে না শুনতে)
ভোটের নামে গণহত্যা। তৃণমূল-কমিশনকে নিশানা শুভেনদুর। মৃত-আহতদের ক্ষতিপূরণের দাবিতে হাইকোর্টে অধীর। কার ইশারায় সন্ত্রাস? কোর্টের নজরদারিতে নিরপেক্ষ তদন্তের দাবি।
বাংলার ভোটে বেলাগাম সন্ত্রাস। ৪ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠাচ্ছে বিজেপি। পাল্টা ১৪ জুলাই মণিপুরে ৪ সাংসদের দল পাঠাচ্ছে তৃণমূল।
নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন না অভিষেক। তদন্ত করবে ইডি-সিবিআই, জানাল সুপ্রিম কোর্ট। বহাল রইল কলকাতা হাইকোর্টের রায়।
রাজ্যসভার ভোটে তৃণমূলের ৬ জনের প্রার্থী চূড়ান্ত। নতুন মুখ সামিরুল ইসলাম, প্রকাশ চিক বরাইক, সাকেত গোখলে। রইলেন সুখেন, ডেরেক, দোলা।
গ্রাম-বাংলার রাশ কার হাতে? জেলায় জেলায় গণনাকেন্দ্রে এবিপি আনন্দ। ভোটের ফলের চুলচেরা বিশ্লেষণ। গণনাকেন্দ্র থেকে সব আপডেট সবার আগে, কার দখলে গ্রাম বাংলা, সন্ধে ৭।






















